বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে পুলিশের কঠোর বেস্টনীর মধ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি’র ব্যানারে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়। মহানগর বিএনপি’র সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহ-সভাপতি মনিরুল আহসান মনির, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম ও সিনিয়র সভাপতি কামরুল হাসান রতন প্রমুখ। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি’র আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন নেতারা। বিএনপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।