|
বিএনপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ
খালেদা জিয়ার মুক্তির কথা বললে শেখ হাসিনা ভয় পায় – বরিশালে মজিবর রহমান সরোয়ার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, সংবিধানের ৩৮ অনুচ্ছেদের কথা উল্লেখ করে স্বরাস্ট্রমন্ত্রী বলেছেন, সবার মিটিং-মিছিল করার অধিকার আছে। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি সমাবেশ করতে পারে, ওয়ার্কার্স পার্টি সমাবেশ করতে পারে কিন্তু বিএনপি’কে সমাবেশের অনুমতি দেওয়া হয় না। কারণ বিএনপি সমাবেশ ডাকলে লাখ লাখ মানুষ ঘর থেকে বেড়িয়ে আসবে, বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলবে। খালেদা জিয়ার মুক্তির কথা বললেই শেখ হাসিনা ভয় পায়। অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়ে যাবে। বিএনপি মাঠে নামলেই শেখ হাসিনার মসনদ কেঁপে উঠবে। তাই বিএনপি’কে কোন সভা সমাবেশ করতে দিচ্ছে না সরকার। সরোয়ার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এটি এখন সময়ের ব্যাপার মিছিল-মিটিং করতে কোন অনুমতির প্রয়োজন হবে না। তাই সকলকে ঘর থেকে বেড়িয়ে আসার আহ্বান জানান বিএনপি’র যুগ্ম মহাসচিব সরোয়ার। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এবং বেগম জিয়ার মুক্তির দাবিতে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিন জেলা বিএনপি’র যৌথ সমাবেশে সমভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশের কঠোর বেষ্টনীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ এবং মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া বক্তব্য রাখেন। বিএনপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

Post Views:
০
|
|