মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে লিফলেট বিতরণ করা হয়েছে। কঠোর পুলিশ বেস্টনীতে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নগরীর সদর রোডের কাকলী হল মোড়ে লিফলেট বিতরণের উদ্বোধন করেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে কাকলী হল মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত হেটে হেটে পথচারী, যানবাহন চালক ও যাত্রী এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম, জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক এমপি সরোয়ার বলেন, কারাবন্দি বেগম জিয়ার মুক্তির আন্দোলনে জন সম্পৃক্ততা বাড়াতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশালে লিফলেট বিতরণ করা হয়েছে। মানুষজন উৎসাহ-উদ্দীপনা এবং ব্যাপক আগ্রহ নিয়ে বিএনপি’র লিফলেট গ্রহণ করছে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে জনসম্পৃক্ততা বাড়াতে বিএনপি’র এই লিফলেট কর্মসূচী যুগান্তকারী ভূমিকা রাখবে। এসময় বেগম জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচী আসতেই থাকবে বলে জানান সরোয়ার। এদিকে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলখানা মোড় থেকে সদর রোডের দলীয় কার্যালয় পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এ সময় দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন এবং উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপি’র কর্মসূচী উপলক্ষে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।