Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৮, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খালেদার উদ্দেশ্যে বরিশালে স্বাস্থ্যমন্ত্রী 
Monday July 24, 2017 , 7:00 pm
Print this E-mail this

নির্বাচনের মাঠেই হবে ফাইনাল খেলা – আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি

খালেদার উদ্দেশ্যে বরিশালে স্বাস্থ্যমন্ত্রী


আহমেদ বায়জিদ : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আর কারও অধীনে নয়। তখন আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল প্রশাসন শুধুমাত্র নির্বাচন কমিশনের নির্দেশ শুনবেন। এরপরও বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিদেশ থেকে দেশে আসুন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনের মাঠেই হবে ফাইনাল খেলা। রবিবার দুপুর আড়াইটায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের বিভাগীয় চিকিতসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ নির্বাচনে বিশ্বাসী। তাই জোর করে নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের মন জয় করে আগামীতে আবারও আওয়ামীলীগ সরকার গঠন করবে। মন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষায় আইন দেয়া হয়েছে। অচিরেই এই আইনটি পাশ হবে। সাথে দেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিতসক সংকট দূর করা হবে। সমাবেশের প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ্ এমপি’র দাবীর প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী চলতি অর্থবছরে বরিশালের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো উন্নয়নের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্ধ দেয়ার ঘোষনা করে মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষকে ভালবাসেন। তাই এখানে ইতোমধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। তাই দক্ষিণাঞ্চলের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামীতে এ অঞ্চল থেকে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। মেডিকেল এ্যাসেসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এ্যাসেসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেটে তালুকদার মোঃ ইউনুস এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান এমপি, মেডিকেল এ্যাসেসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ডাঃ এহতেসামুল হক চৌধুরী দুলাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রর-ভিসি ডাঃ শরফুদ্দিন আহম্মেদ প্রমুখ। এর পূর্বে মন্ত্রী দুপুরে ফলক উন্মোচন এবং মোনাজাতের মধ্য দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করেন। উদ্বোধণের পর মন্ত্রী আইসিইউ ইউনিট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে মন্ত্রী মেডিক্যাল কলেজের সভাকক্ষে শেরে-বাংলা মেডিক্যালের স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটি এবং চিকিতসক ও মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরে পরিচালক ডাঃ এসএম সিরাজুল ইসলাম। সবশেষে মন্ত্রী মেডিকেল কলেজের অডিটরিয়ামে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় চিকিতসক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

 




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম