Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ৯, ২০২৪ ৪:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খাদ্য অধিকার দিবসে বরিশালে ক্ষুধা বিরোধী র‌্যালি 
Wednesday October 18, 2017 , 6:34 pm
Print this E-mail this

জনগণের খাদ্যেও অধিকার অর্জন এবং পুষ্টিমান উন্নয়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ

খাদ্য অধিকার দিবসে বরিশালে ক্ষুধা বিরোধী র‌্যালি


স্টাফ রিপোর্টার : খাদ্য অধিকার দিবস উপলক্ষে বরিশালে ক্ষুধা বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের করা হয়।পরে র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিবির পুকুরপাড়ে গিয়ে শেষ হয়।এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, খাদ্য প্রত্যেক মানুষের প্রধান অধিকার।মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার পূর্বশর্তই হচ্ছে তার খাদ্যের অধিকার পূরণ করা।সাংবিধানিকভাবে জনগণের খাদ্যেও অধিকার অর্জন এবং পুষ্টিমান উন্নয়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।বক্তারা বলেন,চলতি বছরের মার্চ মাসে দেশের উত্তর-পূর্বঞ্চলে বন্যায় প্লাবিত হয়।বছরের মাঝামাঝি দেশের বেশিরভাগ এলাকা দ্বিতীয়বার বন্যা কবলিত হয়।এসবের ফলে খাদ্যশস্যসহ কৃষিপণ্য উৎপাদন ব্যাহত হয়েছে।অস্বাভাবিকহারে চালের মূল্য বৃদ্ধি খাদ্য নিরপত্তা পরিস্থিতি এবং দরিদ্র মানুষের জীবন-জীবীকাকে অনেকখানি হুমকির মধ্যে পড়েছে।বর্তমান দিনগুলোতেও দ্রব্যমূল্য বেড়ে আকাশছোয়া,যা নিন্মবিত্তের ক্রয়সীমার বাইরে।এজন্য দেশে আইনি কাঠামো গড়ে তুলে সব মানুষের খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি,বাস্তবায়ন কৌশল এবং সমন্বিত কৃষি,খাদ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির দিক নির্দেশনা রাখার আহ্বান জানান বক্তারা।খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক(খানি), অ্যাকশানএইড,প্রান্তজন এবং সিডোর আয়োজনে কর্মসূচিতে প্রান্তনের নির্বাহী পরিচালক এসএম শাহাজাদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইসিডির নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ,মানবাধিকার জোটের সভাপতি ডা: সৈয়দ হাবিবুর রহমান,ক্যাবের সম্পাদক রনজিৎ দত্ত,বরিশাল জেলা কৃষক লীগের সহ সভাপতি মজিবর রহমান খান,রান’র নির্বাহী পরিচালক রফিকুল আলম,বেলার সমন্বয়কারী লিংকন বয়ান,এন ভি এস’ নির্বাহী পরিচালক শওকত আলী বাদল,গ্রাউস’র নির্বাহী পরিচালক আব্দুল মান্নান কিরণ, আরোহি’র নির্বাহী পরিচালক এটিএস খোরশেদ আলম,ডিডিসির নির্বাহী পরিচালক মিজানুর রহমান,সিডো’র পরিচালক রাসেল ও সুগন্ধা’র নির্বাহী পরিচালক আলেয়া পারভিন প্রমূখ।




Archives
Image
দলবাজ ছাত্র-শিক্ষককে ক্যাম্পাসে দেখতে চাই না-ড. ইউনূসকে শিক্ষার্থীরা
Image
বরিশালে শ্বাসনালিতে খাবার আটকে শিশুর মৃত্যু
Image
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর
Image
বরিশালের গৌরনদীতে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালে প্রতিপক্ষের হামলা, ১০ জন হাসপাতালে