Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ক্যান্সারে আক্রান্ত ৩ বছরের ফারদিনকে বাঁচাতে এগিয়ে আসুন 
Wednesday September 5, 2018 , 7:24 pm
Print this E-mail this

সহায় সম্বলহীন বরিশাল নগরীর কেডিসি কলোনীতে বাস করা পরিবারটি পুরোটা অসহায়

ক্যান্সারে আক্রান্ত ৩ বছরের ফারদিনকে বাঁচাতে এগিয়ে আসুন


dav

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এইতো সবে দেড় মাস আগের কথা। সাড়ে তিন বছরের ফারদিন সারা দিনমান ঘুরে বেড়াতো মায়ের আশপাশ। চঞ্চল এই ফারদিন ১ মাস ১১ দিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওর বাবা ফারুক হাওলাদার এস এ পরিবহনের ভ্যান চালক। মা মিনারা বেগম আরেক প্রতিবন্ধী শিশু সাইফুলকে নিয়ে কষ্টের জীবন পাড় করছেন। এরমধ্যে ফারদিনের এই অবস্থায় সহায় সম্বলহীন বরিশাল নগরীর কেডিসি কলোনীতে বাস করা পরিবারটি পুরোটা অসহায় অবস্থায়। ফারদিনের চিকিৎসার জন্য ৮ লাখ টাকা প্রয়োজন বলে ডাক্তার জানিয়ে দিয়েছেন। এখন একমাত্র আপনাদের একটু সহায়তায় পেলে সে চিকিৎসা পেয়ে ফের মায়ের মুখে হাসি মেলাতে পারবে ফারদিন নামের শিশুটি। তাই আসুন আপনাদের সাহায্যের হাত বাড়ান। সুন্দর এই পৃথিবীতে ফারদিনেকে টিকে থাকতে, ওর উচ্ছলতা নিয়ে বেড়ে উঠতে। সাহায্য পাঠানোর ঠিকানা : ফারুক হাওলাদার ডাচ বাংলা ব্যাংক বরিশাল শাখা চলতি হিসাব নং-১২৭ ১০১ ৭৪০৪০। নতুবা বিকাশ নম্বর-ফারুক হাওলাদার-০১৭১১-৭৩০৩২০-এই নম্বরে।
আবেদনটি প্রকাশ করে বাধিত করবেন।




Archives
Image
জীবিত অবস্থায় জাতীয় পুরস্কার দিতে চায় সরকার : প্রধান উপদেষ্টা
Image
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রসচিব
Image
অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা ৫ পুলিশ বরখাস্ত
Image
মার্কা দেখে নয়, মানুষ কাজ দেখে ভোট দেবে : সারজিস আলম
Image
হার্ট অ্যাটাক করেছেন তামিম, আছেন লাইফ সাপোর্টে