|
যুবদল নেতাকর্মীদের এমন ভিন্নধর্মী উদ্যেগকে সাধুবাদ জানিয়েছে অনেক রাজনৈতিক মহল
‘কোরবানীর আসল অর্থই হলো ত্যাগ’- বরিশাল জেলা যুবদলের সভাপতি, পারভেজ আকন বিপ্লব
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘আমরা চেষ্টা করেছি অসহায় লোকদের পাশে দাড়ানোর।আমরা নেতারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত।পাশাপাশি আমাদের বন্ধু বান্ধবরা রয়েছেন।তারা আমাদের সহযোগিতা করেছেন’- কথাগুলো বললেন, বরিশাল জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব।তিনি আরোও বলেন, বরিশাল জেলা যুবদলের পক্ষ থেকে মায়ের হাতে মাত্র বিশ হাজার টাকা তার চিকিৎসার জন্য দিয়েছি ও বলেছি, ‘মা আমাদের ক্ষমা করো মা’।তোমার এই ত্যাগ কখনো এই বাংলাদেশ শোধ করতে পারবে না ‘মা’।বরিশাল জেলা যুবদলের এই মহতী উদ্যেগ সত্যিই প্রশংসনীয়।দলের নেতাকর্মীরা যেখানে ব্যস্ত নিজেদেরকে নিয়ে, কেউবা ব্যস্ত ঈদুল আযহায় নিজেদের পোস্টার ব্যানার ফেস্টুন নিয়ে।ঠিক সে-ই সময়ে বরিশাল জেলা যুবদলের নেতাকর্মীরা পাশে দাড়িয়েছেন গুম হওয়া অসহায় এক পরিবারের।তাদের এই কাজটি সম্পর্কে জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ এম তসলিম বলেন, কালু ও মিরাজ বিএনপিকে অনেক দিয়েছে কিন্তু ওদের পরিবারের খবর আমরা কেউ রাখিনি।তাই আমরা নিজেরা আমাদের ব্যক্তিগত উদ্যেগে কিছু টাকা উঠিয়ে শুধুমাত্র ঐ অসহায় পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।অন্যদিকে বরিশাল নগরীর আগরপুর রোড, অক্সফোর্ড মিশন রোড, জিয়া সড়ক, কাউনিয়া এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা দুঃস্থদের মাঝে খাবার বিতরন করে।বরিশালের যুবদল নেতাকর্মীদের এমন ভিন্নধর্মী উদ্যেগকে সাধুবাদ জানিয়েছে অনেক রাজনৈতিক মহল।
Post Views:
১৩২
|
|