প্রচ্ছদ » স্লাইডার নিউজ » কোরবানির পশু জবাই দেওয়ার জন্য বরিশালে ১৩৫টি স্থান নির্ধারন
Saturday August 18, 2018 , 12:16 pm
নগরের পরিবেশ সুস্থ রাখার স্বার্থে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই নিশ্চিত করতে স্থান চূড়ান্ত
কোরবানির পশু জবাই দেওয়ার জন্য বরিশালে ১৩৫টি স্থান নির্ধারন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল আযহা। ইতিমধ্যে কোরবানির পশুর হাটগুলোতে পশু কেনা-বেঁচা শুরু হয়েছে। আর এবার কোরবানির পশু জবাই নিশ্চিত করতে ইতিমধ্যে তৎপর হয়েছে প্রশাসন। নগরের পরিবেশ সুস্থ রাখার স্বার্থে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই নিশ্চিত করতে স্থান চূড়ান্ত করেছে। এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনে ১৩৫টি স্থান নির্ধারন করে দেওয়া হয়েছে পশু জবাই দেওয়ার জন্য। বরিশাল সিটি এলাকায় এ বছর ৫১টি স্থানে পশুর হাট বসছে। আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিকিকিনি শুরু হবে ঈদের তিন দিন আগে। এরই মধ্যে এসব হাটে গরু আনাও শুরু হয়ে গেছে। এখন জমে ওঠার অপেক্ষা। সিটি কর্পোরেশনে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য গত ২৩ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এরপর ২৫ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সব সভার সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশনগুলোতে কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দেওয়া হয়, এর মধ্যে বরিশাল সিটিতে ১৩৫ টি।