Current Bangladesh Time
শনিবার এপ্রিল ১৯, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কোটা বাতিলের দাবিতে বরিশাল বিএম কলেজে বিক্ষোভ সমাবেশ-মিছিল 
Sunday June 9, 2024 , 7:07 pm
Print this E-mail this

যোগ্যতার ভিত্তিতে চাকরি, কোটা পদ্ধতি বাতিল না হলে তরুণ প্রজন্ম বৈষম্যের স্বীকার

কোটা বাতিলের দাবিতে বরিশাল বিএম কলেজে বিক্ষোভ সমাবেশ-মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোটা পদ্ধতি বাতিল ও চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ব্রজমোহন কলেজ শিক্ষার্থীরা। রোববার (জুন ৯) বেলা ১১টায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা পদ্ধতি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য দেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার যে পদ্ধতি বাতিল করেছিলে সেটা পূণরায় চালু হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবেন। ২০১৮ সালের কোটা প্রথা বাতিল করে যে রায় দিয়েছে, সেটি বহাল চান শিক্ষার্থীরা। বক্তারা আরও বলেন, আমরা চাচ্ছি যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। কোটা পদ্ধতি বাতিল না হলে ভবিষ্যতে তরুণ প্রজন্ম বৈষম্যের স্বীকার হবে। এই বৈষম্য বহাল থাকলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এর বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন কলেজের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস পরিদর্শন করে সামনের সড়ক প্রদক্ষিণ করে কলেজের জিরো পয়েন্ট এসে শেষ হয়।




Archives
Image
মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল নগরীর বাসিন্দারা
Image
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা
Image
যেসব শর্ত না মানলে হতে পারবেন না ওসি
Image
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার
Image
মুফতি ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন