প্রচ্ছদ » স্লাইডার নিউজ » কুয়াশায় ঢেকে আছে বরিশাল, লঞ্চসহ যান ও ফেরি চলাচলে বিঘ্ন
Sunday January 14, 2018 , 5:48 pm
বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী মাত্রার শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে
কুয়াশায় ঢেকে আছে বরিশাল, লঞ্চসহ যান ও ফেরি চলাচলে বিঘ্ন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাঘ মাস আসতেই শীতের সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে গেছে বরিশাল নগরীসহ বিভাগের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকা। সবচেয়ে বেশি সড়ক ও নৌ পথে কুয়াশা পড়ায় লঞ্চসহ যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়া খবর পাওয়া গেছে। বিঘ্নিত হয়েছে ফেরি পারাপারও। আজ রোববার (১৪ জানুয়ারি) সকাল থেকে বরিশাল নগরীতে কুয়াশা পড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশায় ঢেকে যায় পথঘাট। তবে ১০ টার দিকে কুয়াশা কমতে থাকলেও দুপুর ১ টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দক্ষিণের সঙ্গে রাজধানীর যোগাযোগের গুরুত্বপূর্ণ দুই ঘাটে ভোর থেকে ফেরি পারাপার বন্ধ থাকে কয়েক ঘণ্টা। রাজবাড়ী ও মানিকগঞ্জের মাঝে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ভোর সাড়ে ৪টা এবং মুন্সীগঞ্জ ও মাদারীপুরের মাঝে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌপথে ফেরি চলাচল রোববার ভোর ৬টায় বন্ধ হয়ে যায় ঘন কুয়াশার কারণে। ফলে পদ্মা পারের এই চার ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে হাজারখানেক যানবাহন। শীতের মধ্যে ভোগান্তি পোহাতে হয় যানবাহনে থাকা যাত্রীদের। এছাড়া ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ সুরভী ৯ এবং বোরহানউদ্দীন ভোলা রুটের টিপু ৬ এর সাথে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু সরকার সাংবাদিকদের জানান মধ্যরাতে হরিনাকুল ফেরিঘাট অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। বরিশাল-কুয়াকাটা সড়কের লেবুখালী ফেরীঘাটেও ঘন কুয়াশার কারণে ফেরী চলাচল বিঘ্ন হয়। এতে ঘাটের উভয় পাশে তীব্র যানজটের খবর পাওয়া গেছে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী বাসষ্ট্যান্ড থেকে হেড লাইট জ্বালিেেয় গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা গেছে বিভিন্ন রুটের বাসের চালককে। এদিকে কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী মাত্রার শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা জানান, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগের হিমেল হাওয়ার মধ্যে ঢাকা পড়েছে মাঝারী থেকে ঘন কুয়াশায়।