Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কার কথা সত্য – ডিবি না জনগন ! 
Sunday January 7, 2018 , 7:43 pm
Print this E-mail this

বরিশালে ডিসির বারান্দায় পেপার পড়া অবস্থায় ১জন আটক, ১শত পিচ ইয়াবা উদ্ধার

কার কথা সত্য – ডিবি না জনগন !


বরিশাল নগরীর ডিসির বারান্দায় পেপার পড়া অবস্থায় মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) রিয়াজ নামের একজন কৃষি সম্প্রসারন বিভাগের এক কর্মচারীকে আটক করে। ডিসি কোট কম্পাউন্ডে থাকা শতশত মানুষ রিয়াজকে ছাড়িয়ে রাখার জন্য ডিবি পুলিশের উপর হুমড়ি খেয়ে পরে ডিবি উপর। পুলিশের সাথে ডিসির অফিসের স্টাফ ড্রাইভারসহ বিভিন্ন ডিসি কোর্টে আসা সাধারন গনগন বাকযুদ্ধে লিপ্ত হয়। এসময় আটক রিয়াজের চিৎকার করে বলেন, আমার পুলিশ কিছুই পায় নাই। ডিবির এস আই আশিষ পাল জানান, রিয়াজের কাছ থেকে ১শত পিচ ইয়াবা পাওয়া গেছে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় সাক্ষি ছাড়াই তারা তাদের মাইক্রোবাস নিয়ে স্থান ত্যাগ করে। ঘটনাটি ঘটেছে আজ (০৭-০১-১৮) সকাল সাড়ে ১১টার দিকে। স্থানীয় ও ডিসি আদালতে আসা বিভিন্ন শ্রেনীর সাধারন মানুষ বলেন, রিয়াজ সহ আমরা অনেকেই দাড়িয়ে পেপার পড়তে ছিলাম। এসময় একটি সাদা মাইক্রোবাস এসে কয়েক জন ডিবি পুলিশ রিয়াজকে ঠেলতে ঠেলতে ডিসি অফিসের বারান্দা থেকে নিয়ে হাতে হান্ডক্যাফ লাগায়, সেসময় পর্যন্ত পুলিশ রিয়াজের দেহ তল্লাশী করে নাই। সেখানে থাকা এক মাহিন্দা ড্রাইভার বলেন, আটক ব্যাক্তির হাতে হান্ডক্যাফ লাগাবার পুর্বে ডিবি পুলিশ সদস্য মুখে পলিথিন প্যাক করা প্যাকেট দেখতে পান। আরো বেশ কয়েকজন সাধারন মানুষ বলেন তাকে ধরার পর উপস্থিত মানুষের সামনে তল্লাশী করতো তা করে তারা বলেন ওর কাছে ইয়াবা পাওয়া গেছে এই রহস্যে ঘটনা দেখে আমরা ওকে ছাড়িয়ে রাখার জন্য পুলিশে এই অপকর্মের প্রতিবাদ জানাই। এসময় ডিবির এস আই আশিষের কাছে জানতে চাই ও ছবি তোলার চেষ্টা করলে তিনি বলেন ওর কাছে ১শত পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে আর ছবি পত্রিকার অফিসের মেইলে পাঠিয়ে দেব। ডিবি পুলিশ স্থান ত্যাগ করার পূর্ব মুহুর্ত পর্যন্ত তাদের সামনে তাদের এই ন্যাক্কার জনক ঘটনা দেখে পুলিশ বাহিনী নিয়ে বিরোপ বাজে মন্তব্য করেন। জানা গেছে আটক রিয়াজ ঝালকাঠী কৃষি সম্প্রসারন অফিসে চাকুরী করেন। তার পিতা খায়রুল আলম ডিসি অফিসের মেকানিক্যাল বিভাগের স্টাফ।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
জীবিত অবস্থায় জাতীয় পুরস্কার দিতে চায় সরকার : প্রধান উপদেষ্টা
Image
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রসচিব
Image
অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা ৫ পুলিশ বরখাস্ত
Image
মার্কা দেখে নয়, মানুষ কাজ দেখে ভোট দেবে : সারজিস আলম
Image
হার্ট অ্যাটাক করেছেন তামিম, আছেন লাইফ সাপোর্টে