Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তির ফলাফলে উপজেলার শীর্ষে 
Friday April 6, 2018 , 8:59 pm
Print this E-mail this

কাউখালী সদর ইউনিয়নে সাধারণ গ্রেডে মোট ১০টির মধ্যে ৯টি বৃত্তিসহ মোট ২২টি বৃত্তি লাভ করেছে এই বিদ্যালয়

কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তির ফলাফলে উপজেলার শীর্ষে


নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তির ফলাফলে উপজেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে। গত ৩ এপ্রিল প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী কাউখালী উপজেলার শীর্ষে অবস্থান করছে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার মোট ১৩টি ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে এই বিদ্যালয়ে সবক’টি অর্থাৎ ট্যালেন্টপুলে ১৩টি ও কাউখালী সদর ইউনিয়নে সাধারণ গ্রেডে মোট ১০টির মধ্যে ৯টি বৃত্তিসহ মোট ২২টি বৃত্তি লাভ করেছে এই বিদ্যালয়। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হচ্ছে যথাক্রমে মোঃ মাহামুদুল হাসান, মোঃ তানজিল হোসেন, মোঃ সোয়েব চৌধুরী, মোঃ জিহাদ হোসেন, মোঃ তাসনিমুল হাসান অর্নব, তাসনিমুল হাসান, তাসফিয়া তাসনিম ওহি, নাজিফা তাসনিম, ফারহানা রহমান, সুদীপা সমদ্দার, সুরাইয়া খানম ও ইয়ানুর পায়েল। সাধারন কোটায় বৃত্তি পেয়েছে মোঃ ফাহাদ, রাইসুল ইসলাম, আব্দুল্লাহ আল সিয়াম, মোঃ মুশফিকুর রহমান, পূর্বায়ন কর্মকার, নুসরাত জাহান সম্পা, ফাতেমা তুজ জোহরা ঈদি, আনিকা, মোসাঃ আফিফা আক্তার চাঁদনী। এ ফলাফলে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি ও অভিভাবকবৃন্দ আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বর্তমানে ছুটিতে ভারতে অবস্থান করছেন। তিনি টেলিফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা ও অভিভাবকদের সচেতনতাই এ ফলাফলের পিছনে কাজ করেছে। তিনি ভবিষ্যতেও বিদ্যালয়ের ভাল ফলাফলের জন্য সকল মহলের সহযোগিতা কামনা করেন। এই বিদ্যালয়ের ফলাফলের উল্লেখযোগ্য আলোচনার স্থান দখল করে নিয়েছে ইয়ানুর পায়েল। দারিদ্রতা দমাতে পারেনি ইয়ানুর পায়েলকে। ইয়ানুর পায়েলের বাবা একজন ভ্যানচালক। মা সালমা বেগমও কাজ করে সংসারে সাহায্য করে। বাবা মায়ের সাথে ইয়ানুর পায়েলের বসবাস পিরোজপুরের কাউখালী দক্ষিন বাজারে। ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ইয়ানুর পায়েল জিপিএ-৫সহ ৫৮৫ পেয়ে কাউখালী উপজেলার সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে এবং ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সকলের সহযোগিতা পেলে ইয়ানুর পায়েল যাবে বহুদুর। মেধাবী ইয়ানুর পায়েল এখন কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে অধ্যয়নরত।




Archives
Image
জীবিত অবস্থায় জাতীয় পুরস্কার দিতে চায় সরকার : প্রধান উপদেষ্টা
Image
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রসচিব
Image
অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা ৫ পুলিশ বরখাস্ত
Image
মার্কা দেখে নয়, মানুষ কাজ দেখে ভোট দেবে : সারজিস আলম
Image
হার্ট অ্যাটাক করেছেন তামিম, আছেন লাইফ সাপোর্টে