ভোট গণনা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিজীয়দের নাম ঘোষনা করেন
কাউখালী আইরণ জয়কুল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নিবার্চন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী উপজেলার আইরণ জয়কুল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নিবার্চন মঙ্গলবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৯জন প্রার্থীর মধ্যে চার জন পুরুষ এবং একজন মহিলা প্রার্থী সদস্য পদে বিজীয় হয়। বিজয়ীরা হলেন মোঃ সরোয়ার হোসেন প্রাপ্তি ভোট ৯২টি, মোঃ আবুল কালাম প্রাপ্তি ভোট ৮৩, মোঃ হুমাউন কবির প্রাপ্তি ভোট ৭৫, মোঃ শহিদুল আলম প্রাপ্তি ভোট ৫৯টি, নাসিমা বেগম প্রাপ্তি ভোট ৮৮। সর্ব মোট ১৯৩ জন ভোটের মধ্যে ১৫৩ জন ভোটারগন ভোট প্রদান করেন। কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং মোঃ বাবুল মিয়া দায়িত্ব পালন করেন। ভোট গণনা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিজীয়দের নাম ঘোষনা করেন। এছাড়া নির্বাচনে আইন শৃংখলা বাহিনী সহযোগীতা করেন।