প্রবাসী আমানুর রহমান শান্ত শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য কম্পিউটার ল্যাব প্রদান করেন
কাউখালীর মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি ল্যাব উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী উপজেলার আইরণ জয়কুল মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি ল্যাব উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় সমাজ সেবক প্রবাসী আমানুর রহমান শান্ত ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জনের জন্য কম্পিউটার ল্যাব প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিরোজ এর সভাপতিত্বে ল্যাব উদ্বোধন করেন সাবেক যোগাযোগ মন্ত্রী ও রাষ্ট্রদূত সাবেক এমপি মতিউর রহমান এর ছেলে হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মাসুদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, জেলা পরিষদের মহিলা সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, ওসি কামরুজ্জামান, প্রধান শিক্ষক নান্না মিয়া, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ.ব.ম শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ।