সজিব হোসেন : পিরোজপুরের কাউখালীতে ৭ম শ্রেনীর ছাত্র আট দিন ধরে নিখোঁজ রয়েছে। জানা যায়, উপজেলার কেউন্দিয়া গ্রামের নুরুল আমিন খান এর ছেলে কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র সাইফুল আরিফ (১৪) গত ১৫ জুলাই বাড়ি থেকে দুপুরে খাবার পরে বের হলে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার পিতা মোঃ নুরুল আমিন খান ১৯ জুলাই কাউখালী থানায় একটি সাধারন ডায়েরী করেন। এ ব্যাপারে কাউখালী থানার ওসি কামরুজ্জামান বলেন, পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে।