৫ দিনের এ উৎসব ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটেছে কাউখালীতে
কাউখালীতে ৫ দিনব্যাপী রাস উৎসব শুরু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব রবিবার থেকে শুরু হয়েছে।শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৬তম আবির্ভাব তিথি রাস পূর্ণিমায় এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী আজ রবিবার সকালে কাউখালী কেন্দ্রীয় আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করেন।পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।এতে কয়েক হাজার ভক্ত অংশ নেন।৫ দিনের এ উৎসব ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটেছে কাউখালীতে।পার্শ্ববর্তী দেশ ভারত,নেপাল ও শ্রীলঙ্কা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন।এ উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে বিশাল এলাকাজুড়ে বসেছে রাস মেলা।নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে দোকানিরা।পাহাড়ি কাঠের নকশায় গড়া আকর্ষণীয় ফার্নিচারসহ দূরদূরান্ত থেকে দোকানিরা এসেছে এই মেলায়।শীতের গরম কাপড়,শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ রাস আনন্দমেলা।আশ্রমের সাধারণ সম্পাদক রণঞ্জয় কৃষ্ণ দত্ত জানান,বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন,অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপনার্থে বিশ্ব শান্তি কামনায় ৫ দিনব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে।উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক শিক্ষক সুব্রত রায় জানান,৫ দিনের এ উৎসবে মঙ্গল আরতি,শ্রীমদ্ভাগবত গীতা ও গুরুগীতা পাঠ,বস্ত্র বিতরণ,সরকারি হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা ও ধর্মসভা অনুষ্ঠিত হবে।আগামী ৯ নভেম্বর গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসব সম্পন্ন হবে।