প্রচ্ছদ » স্লাইডার নিউজ » কাউখালীতে হত্যা মামলার প্রধান আসামী ঘাতক দুলাল ঢাকায় গ্রেফতার
Friday April 6, 2018 , 9:10 pm
নিহত হাকিম হাওলাদারের ছোট ছেলে মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন
কাউখালীতে হত্যা মামলার প্রধান আসামী ঘাতক দুলাল ঢাকায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী উপজেলার এক নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের হাকিম হাওলাদার হত্যা মামলার প্রধান আসামী ঘাতক মোজাহার হাওলাদার ওরফে দুলালকে ঢাকার মালিবাগ চৌধুরী পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। নিহত হাকিম হাওলাদারে বড় ছেলে শফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে চৌধুরী পাড়া এলাকায় রামপুরা থানার এসআই ইয়াকুব গোপন সংবাদের ভিত্তিতে দুলালকে গ্রেফতার করে। উল্লেখ্য গত ১৯শে ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবঢ়ী গ্রামের হাকিম হাওলাদারের সাথে বাড়ীর পাশের জমিতে বসে একই বাড়ীর কাদের হাওলাদারের ছেলে ঘাতক দুলালের সাথে জায়গা নিয়ে বিরোধের জেরে দুলালের লাঠীর আঘাতে হাকিম হাওলাদার জ্ঞান হারালে তৎক্ষণাৎ পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় নিহত হাকিম হাওলাদারের ছোট ছেলে মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।