সজীব হোসেন : পিরোজপুরের কাউখালীতে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিরোজকে সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের এ বীর সেনানী জীবদ্দশায় কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, আইরন-জয়কুল এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক ছিলেন। রবিবার রাত ১০টায় নিজ বাসভবনে মোস্তাফিজুর রহমান ফিরোজ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় রেখে গেছেন। সোমবার বাদ আছর জয়কুল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন দলের রাজনীতিবিদ, স্থানীয় ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করে।