এসময় বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল
কাউখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক : ‘‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সাবর জন্য সর্বত্র’’ – এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের কাউখালীতে শনিবার সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সীমান্তিক ও এসডিএফ এর আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয় সভা কক্ষে আলোচনা সভায় বিদ্যলয় প্রধান শিক্ষক গৌতম কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা পুষ্টি সুপার ভাইজার ইসরাত জাহান, জেলা কর্মকর্তা যুব কর্মসংস্থান এবং পুষ্টি মোঃ জসিম উদ্দীন আহম্মেদ, এসডিএফ এর স্থানীয় প্রতিনিধি মোঃ তারিক হাসান সহ আরও অনেকে। এসময় বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।