|
বিভিন্ন প্রকল্প উদ্বোধন, সাহায্যের চেক ও নগদ অর্থ বিতরণ
কাউখালীতে পানি সম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন সম্মিলিত অংশ গ্রহণ একটি এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করে। দেশের চলমান উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। গত শনিবার কাউখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দকৃত চেক, নগদ অর্থ, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ এবং বেরীবাধ পূণ:নির্মান প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন। মন্ত্রী দুপুরে উপজেলার পাঙ্গাসিয়া জোলাগাতী বেরীবাধ, চিরাপাড়া ও কাউখালী সদর ইউনিয়নে নব নির্মিত ইউনিয়ন ভূমি অফিস ভবন উদ্বোধন, সয়না রঘুনাথপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ বেরীবাধ পূণ:নির্মান ও আরসিসি গাডার ব্রীজের উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ওসি কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, মাহামুদ খান খোকন, আবু সাঈদ মনু, সামসুদ্দোহা চান, দেলোয়ার সিকদার, জেপি সভাপতি মাহাবুবুর রহমান, সাধারন সম্পাদক শাহ আলম নসু, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, ঠিকাদার মোঃ মাফুজ প্রমূখ।
Post Views:
৯০৪
|
|