প্রচ্ছদ » স্লাইডার নিউজ » কাউখালীতে ধর্ষনের চেষ্টা ব্যর্থ হয়ে স্কুল ছাত্রী মুক্তা আক্তারকে হত্যা, গ্রেফতার-১
Friday May 4, 2018 , 8:48 pm
পুলিশ আসামী সোহেল মহাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে
কাউখালীতে ধর্ষনের চেষ্টা ব্যর্থ হয়ে স্কুল ছাত্রী মুক্তা আক্তারকে হত্যা, গ্রেফতার-১
পিরোজপুরের কাউখালীতে ধর্ষনের চেষ্টা ব্যর্থ হয়ে ৫ম শ্রেণীর স্কুল পড়ুয়া মুক্তা আক্তার (১৩) কে শ্বাসরোধ করে হত্যা করে খালে ফেলে দেয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার দাশেরকাঠী গ্রামের হিরু মহাজনের বড় ও মেঝ মেয়ে দুপুরে কাল বৈশাখী ঝড়ের সময় পাশের বাড়িতে আম কুড়াতে গেলে বড় মেয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে আসে। মেঝ মেয়ে বাড়ীতে না ফিরে আরও আম কুড়াবার জন্য অপেক্ষা করে। মুক্তা আক্তার আম কুড়িয়ে বাড়ী ফেরার পথে দাশেরকাঠী খালের উপরের ব্রীজ পৌঁঁছামাত্র একই গ্রামের ফোরকান মহাজনের ছেলে বখাটে পারভেজ মহাজন (৪০) তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করে পাশের দাশেরকাঠী খালে ফেলে দেয়। মেয়ে সন্ধ্যায় বাড়িতে না ফেরায় তার মা বাবা থানায় এসে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পুলিশ নিখোঁজ অভিযোগের এক ঘন্টার মধ্যে দাশেরকাঠী খাল থেকে মুক্তা আক্তারের ভাসমান লাশ উদ্ধার করে। তাকে গতকাল মঙ্গলবার সুরতাহাল করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেন। মুক্তা আক্তার এবারে দাশেরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা ছিল। মুক্তা আক্তারের মা শাহিনুর বেগম শানু বাদী হয়ে পারভেজ মহাজন ও সোহেল মহাজনকে আসামী করে শিশু নির্যাতন আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামী সোহেল মহাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।