প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ
কাউখালীতে অটো গাড়ীর চাপায় তিন বছরের শিশু গুরুতর জখম
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে মানিক মিয়া কিন্ডার গার্টেন (বাসষ্ট্যান্ড) সড়কে অটো গাড়ীর চাপায় মো. আরিফ নামের তিন বছরের শিশুর মাথায় গুরুতর আহত হয়েছে। আরিফ উপজেলার কাঠালিয়া গ্রামের মৃত আলম সরদারের ছোট ছেলে স্থানীয় সূত্রে জানান যায়, বুধবার সাড়ে ১২টার দিকে আরিফ বাসস্ট্যান্ড সংলগ্ন ভাড়ার বাসার সামানের রাস্তায় বের হয়। এসময় বাসস্ট্যান্ড থেকে আসা অটো গাড়ীর আরিফকে চাপা দেয়। এতে শিশুটির মাথা গুরুতর জখম হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশু আরিফ বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তৎক্ষনিক ভাবে কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন সহ স্থানীয় ইউপি সদস্য সাবের হোসেন সাবু ও যুবলীগে নেতা আশ্রাফুল রহমান ছোট এবং স্থানীয় সর্বসাধারন দরিদ্র শিশুটি চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।