অটোচালককে গ্রেফতার করা হয়েছে, থানায় মামলার প্রস্ততি চলছে
কাউখালীতে অটোর চাপায় স্কুল ছাত্রী নিহত
মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে আজ মঙ্গলবার বিকেলে কাউখালী-নৈকাঠী সড়কের জয়কুল স্কুল সংলগ্ন স্থানে ব্যাটারী চালিত অটো গাড়ীর চাপায় স্কুল ছাত্রী নিহত হয়েছে। জানা যায়, জয়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার সেতু (১০) তার মায়ের সাথে কাউখালী থেকে বাড়ী ফেরার পথে জয়কুল মসজিদের সামনে নামলে পিছন থেকে আসা দ্রুত গতির অটো চাপা দিলে এলাকাবাসী উদ্ধার করে তাৎক্ষনিক তাকে পার্শ্ববর্তী উপজেলার রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, অটোচালককে গ্রেফতার করা হয়েছে এবং থানায় মামলার প্রস্ততি চলছে।