মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বে-সরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন (৩২) গুরুত্বর আহত হয়েছেন। সোমবার সকালে সংবাদ সংগ্রহের জন্য তিনি কুয়াকাটা থেকে মটোরসাইকেল যোগে কলাপাড়ায় আসার পথে শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় অটো রিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে যান। এতে তিনি মারাত্মক জখম হন। সাথে সাথে তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার জে.এইচ খান লেলীন জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয়েছে।