এই মডেল এবং নাট্য অভিনেত্রী অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রে
কবে বিয়ে করেছেন জানালেন তমালিকা কর্মকার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মডেল এবং নাট্য অভিনেত্রী তমালিকা কর্মকার অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে সোমবার (২০ জানুয়ারি) হঠাৎ করেই তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হইচই। কারণ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতেই তার বিয়ে নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। আগে না জানালেও মঙ্গলবার (২১ জানুয়ারি) তমালিকা নিজেই জানালেন কবে বিয়ে করেছেন। সামাজিকমাধ্যমে তমালিকা এক পোস্টে লেখেন, আমি বিয়ের খবর তখনই জানিয়েছি, যখন তিন বছর আগে বিয়ে করেছি। বিয়ের পর প্রতি বছর আমি তাকে (প্রভীন) শুভকামনা জানিয়েছি; এবারই প্রথমবার নয়। জানা যায়, ২০২২ সালের ২০ জানুয়ারি বিয়ের কাজ করেন তমালিকা ও প্রভীন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উল্লেখ্য, পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তমালিকা কর্মকার। একটা সময় জানা যায়, যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন তিনি। তবে কোনও সূত্রে নিশ্চিত হওয়া যাচ্ছিলো না। তমালিকা ও প্রভীনের বিয়ের খবরটি দু’জনের খুব কাছের মানুষেরা জানতেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর প্রেম ও বিয়ে।