কতোদিন পরে আহা ইশকুল খুললো! – লুৎফর রহমান রিটন
কতোদিন পরে আহা ইশকুল খুললো!
– লুৎফর রহমান রিটন
ছেলেগুলো মেয়েগুলো ভারী উৎফুল্ল
কতোদিন পরে আহা ইশকুল খুললো!
কেমন থমকে ছিলো জীবনের ছন্দ
দু’বছর ধ’রে কী না ইশকুল বন্ধ!
করোনার হিংস্রতা ছেলেবেলা কাড়লো
খেলার সাথীর সনে ডিসটেন্স বাড়লো
পরিবার পরিজন হলো গৃহবন্দি
মানুষের ইতিহাসে অদ্ভুত সন্ধি!
চারিদিকে মৃত্যুর কোলাহল শংকা
এই বুঝি বেজে ওঠে সাইরেন-ডংকা!
জীবন থমকে গেলো করোনার ভীতিতে
বন্ধুর প্রিয় মুখ চলে গেল স্মৃতিতে!
মানুষেরা অসহায় প্রকৃতির খেয়ালে
নতুন ক্যালেন্ডার ঠাঁই পেলো দেয়ালে।
দিন যায় মাস যায় পাতা রঙ পালটায়
সভ্যতা ভাষাহীন পৃথিবীর হালটায়!
প্রকৃতি আঘাত পেলে প্রতিঘাত করবেই
নির্দয় মানুষের টুটি চেপে ধরবেই!
ও মানুষ তোমার কি নেই কোনো আয়না?
নিজের জন্তুছায়া তাতে দেখা যায় না?
বাড়াবাড়ি করিও না প্রকৃতির সঙ্গে
প্রকৃতিও প্রতিশোধ নেয় নানা ঢঙ্গে।
তুমি বাঁচো। প্রকৃতিও চায় জেনো বাঁচতে
সৈকতে হরিণেরা চায় জেনো নাচতে…
ছেলেগুলো মেয়েগুলো ভারী উৎফুল্ল
কতোদিন পরে আহা ইশকুল খুললো!
অটোয়া ০৬ সেপ্টেম্বর ২০২১
picture source : internet
সূত্র : ফেইসবুক – লুৎফর রহমান রিটন
Post Views: ০
|