Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কঠোর নিরাপত্তায় বানারীপাড়ার সলিয়াবাকপুর ফজলুল হক মাঃ বিঃ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন 
Thursday May 17, 2018 , 7:02 pm
Print this E-mail this

স্কুলের প্রধান শিক্ষক এম তারিকুল ইসলাম নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

কঠোর নিরাপত্তায় বানারীপাড়ার সলিয়াবাকপুর ফজলুল হক মাঃ বিঃ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন


বানারীপাড়ার ঐতিহ্যবাহী সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শেষ হয়। অভিভাবক শ্রেনীর সদস্য পদে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪০৬ জন। ভোট প্রয়োগ করেন ২৭৩ জন। দুটি ভোট বাতিল বলে গন্য করা হয়। কারন হিসেবে প্রিজাইডিং অফিসার বলেন, একটি ভোট সীল না দিয়ে আঙ্গুলের টিপ দেয়া ও অন্যটি পাঁচ জনকে সীল দেয়া। এখানে উল্লেখ্য যে, একজন ভোটার মোট চারটি ভোট প্রয়োগ করতে পারবে।  ১৮০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন মোঃ ফারুকুজ্জামান, ১৩৬ ভোট পেয়ে দ্বিতীয় হয় মোঃ আনোয়ার কবির মিঠু, ১৩০ ভোট পেয়ে তৃতীয় হয় আব্দুল কাইয়ুম শরীফ এবং ১২২ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন কাজী আবুল কালাম আজাদ। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) বিথীকা সরকার, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ জাহাংগীর হোসেন হিসাব রক্ষক ও খন্দকার জাফর হোসেন অফিস সহকারী। পোলিং এজেন্ড হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ সুমন তালুকদার ও মোঃ আক্তার হোসেন। এ ছাড়াও এই নির্বাচন দেখতে আসেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন   মাধ্যমিক শিক্ষা অফিসার বিথীকা সরকার। এ সময় তিনি নির্বাচনে সহযোগিতা করার সময় বর্তমান ম্যানেজিং কমিটি, স্কুলের শিক্ষক বৃন্দ, আইন শৃংখলার দায়িত্বে থাকা ওসি তদন্ত মোঃ ফারুক ও তার সাথে ২১ জন পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। এছাড়াও যারা এই নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও তিনি ধন্যবাদ জানান। নির্বাচন দেখতে আসেন, বানারীপাড়া পৌর সভার সাবেক হ্যাট্রিক বিজয়ী মেয়র,উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা,বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা হোসেন ফ্লোরা, ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু, সহ-সভাপতি এ, কে, এম ইউসুফ আলী সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, যুগ্ন-সম্পাদক মোঃ মোস্তফা সরদার, গাভা ইউপি চেয়ারম্যান মোঃ মাসুম শেরওয়ানী সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিগন। স্কুলের প্রধান শিক্ষক এম তারিকুল ইসলাম নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা