প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ওয়েজবোর্ডের গ্রেজেট প্রকাশ ও সাংবাদিক ছাটাইয়েরে প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ
Sunday August 18, 2019 , 7:58 pm
ওয়েজবোর্ডের গ্রেজেট প্রকাশ ও সাংবাদিক ছাটাইয়েরে প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : ওয়েজবোর্ডের গ্রেজেট প্রকাশ, নোয়াব’র মামলার প্রতিবাদ ও সাংবাদিক ছাটাই বন্ধ করা সহ বিভিন্ন দাবীতে সাংবাদিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার (১৮-০৮-২০১৯) বেলা সাড়ে ১২ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর আয়োজনে কর্মসূচী পালিত হয়। বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জীর সভাপতিত্বে কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন-বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুশান্ত ঘোষ, সাধারন সম্পাদক মিথুন সাহা, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির। এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ। বক্তরা এসময় বলেন, দেশ আজ দিন দিন উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে। তাই এসমাজকে আরো বেগবান করতে সংবাদ কর্মীদের কোন বিকল্প নাই। কিন্তু আজ আমরা কি দেখতে পাচ্ছি; সাংবাদিক সমাজ আজ অনাহারে দিন পার করছে। সাংবাদিক সমাজকে অনাহারে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া কোন ভাবেই সম্ভব হবে না। তাই অবিলম্বে সাংবাদিক সমাজের দাবী মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।