তাঁর প্রতি ‘বরিশাল মুক্তখবর’ পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা
এস এম জাকির এর মায়ের প্রথম মৃত্যু-বার্ষিকী আজ
২০২৩ সালের ৩রা নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বরিশাল প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মুনির হোসেনের মা খালেদা বেগম। মরহুম এ্যাডভোকেট নেহাল হোসেনের সহধর্মিণী খালেদা বেগম ১০ সন্তানের জননী। তাঁর দুই ছেলে মুক্তিযুদ্ধকালিন বরিশাল অঞ্চলের সুইসাইডাল স্কোয়ার্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনির হোসেন অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে খালেদা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এতিমখানায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া আজ রাতে বরিশাল নদীবন্দরে ছিন্নমূল মানুষদের সাথে নিয়ে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন পেশাদার সাংবাদিকদের স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ।
মহিয়সী এই নারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি ‘বরিশাল মুক্তখবর’ পরিবারের পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধা।