‘অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা’র ব্যবস্থা করা হয়েছে, অনলাইনে এই বিষয় সম্পর্কে তারা শিক্ষা নিতে পারবে
এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা করে তাদের জন্য একটা উপহারের সিদ্ধান্ত নিয়েছি। তাদের বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ক ‘অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা’র ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে এই বিষয় সম্পর্কে তারা শিক্ষা নিতে পারবে। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উন্নয়ন মেলা এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি ও অংক বিষয়ে অনলাইনে ডিজিটাল পাঠ সহায়িকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, বর্তমান এবং নতুন প্রজন্ম যেন বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে সেই লক্ষ্যেই কাজ করছি। ১০ বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। সব শিক্ষার্থীর জন্য ডিজিটাল পাঠ সহায়িকা চালু করা হয়েছে। এসময় সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ থকে দূরে থেকে নিজেদের গড়ে তুলতে তরুণদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।