Current Bangladesh Time
বৃহস্পতিবার ডিসেম্বর ১২, ২০২৪ ২:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এসএসসিতে বৃত্তি পেল বরিশালের ১৩৯৫ শিক্ষার্থী 
Friday October 5, 2018 , 9:16 pm
Print this E-mail this

শুধুমাত্র নিয়মিত ছাত্রছাত্রীরাই বৃত্তি পাবে বলে উল্লেখ করা হয়

এসএসসিতে বৃত্তি পেল বরিশালের ১৩৯৫ শিক্ষার্থী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ হাজার ৩৯৫ শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ১০০ জন শিক্ষার্থী । এছাড়া সাধারন বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মহানগর এলাকায় ৮ জন, উপজেলা অনুযায়ী ১৬৮ জন এবং জেলা অনুযায়ী গোটা বিভাগে ১ হাজার ১১৯ জনকে বৃত্তি দেয়া হবে। শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভাগের বরিশাল জেলায় ৪২, ঝালকাঠীতে ৫, পটুয়াখালীতে ১৫, বরগুনা ১১, পিরোজপুরে ১২ ও ভোলায় ১৫ জন মেধাবৃত্তি পেয়েছেন। অপরদিকে উপজেলার ১৬৮ টি ব্যতিত জেলা অনুযায়ী ১ হাজার ১১৯ জনকে বৃত্তি দেয়া হবে। যে অনুযায়ী বিভাগের বরিশাল জেলায় ৩৯৭, ঝালকাঠীতে ৮৬, পটুয়াখালীতে ১৯৩, বরগুনা ১২৪, পিরোজপুরে ১৪৪ ও ভোলায় ১৭৫ জনকে সাধারন বৃত্তি পেয়েছেন। চলতি বছরের জুলাই মাস হতে ২০২০ সালের জুন মাস পর্যন্ত ২ বছর মেয়াদে এই বৃত্তি দেয়া হবে। শুধুমাত্র নিয়মিত ছাত্রছাত্রীরাই বৃত্তি পাবে বলে উল্লেখ করা হয়। মেধাবৃত্তিতে মাসিক ৬০০ ও এককালীন অনুদান (প্রতি বছর) ৯০০ এবং সাধারণ বৃত্তিতে মাসিক ৩৫০ ও এককালীন ৪৫০ টাকা করে প্রদান করা হবে।




Archives
Image
‘আ.লীগ ফিরবে’ মন্তব্য করার অভিযোগ, ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ
Image
শহীদ সাগরের বাবার ওপর বরিশালের আগৈলঝাড়ায় হামলা
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন