প্রচ্ছদ » স্লাইডার নিউজ » এসএসসিতে বরিশালে মেধা ও সাধারণ বৃত্তি পেয়েছে ১৩৬৪ শিক্ষার্থী
Wednesday December 27, 2017 , 7:47 pm
শিক্ষাবোর্ডের অধীনে প্রতি উপজেলায় ৪ জন করে শিক্ষার্থী সাধারন বৃত্তি পাবে
এসএসসিতে বরিশালে মেধা ও সাধারণ বৃত্তি পেয়েছে ১৩৬৪ শিক্ষার্থী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ হাজার ৩৬৪ শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৭০ জন শিক্ষার্থী। এছাড়া সাধারন বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মহানগর এলাকায় ৮ জন, উপজেলায় ১৬৮ জন ও বিভাগে ১ হাজার ১১৮ জনকে বৃত্তি দেয়া হবে। শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। মেধাবৃত্তির মধ্যে বরিশাল জেলায় ৩২, ঝালকাঠীতে ৭, পটুয়াখালীতে ১১১, বরগুনা ৬, পিরোজপুরে ৮ ও ভোলায় ৬ জনকে দেয়া হবে। একই সাথে জেলা অনুযায়ি বরিশালে ৪ শত, ঝালকাঠীতে ১২০, পটুয়াখালীতে ২০১, বরগুনা ১১০, পিরোজপুরে ১৪৪ ও ভোলায় ১৪৩ জনকে সাধারন বৃত্তি দেয়া হবে বলেও প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষাবোর্ডের অধীনে প্রতি উপজেলায় ৪ জন করে শিক্ষার্থী সাধারন বৃত্তি পাবে। চলতি বছরের জুলাই মাস হতে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত ২ বছর মেয়াদে এই বৃত্তি দেয়া হবে। শুধুমাত্র নিয়মিত ছাত্রছাত্রীরাই বৃত্তি পাবে বলে উল্লেখ করা হয়। মেধাবৃত্তিতে মাসিক ৬০০ ও এককালীন অনুদান ৯০০ এবং সাধারণ বৃত্তিতে মাসিক ৩৫০ ও এককালীন ৪৫০ টাকা করে প্রদান করা হবে।