Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৭:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার বরিশালের আরও ১৩টি হাই স্কুল সরকারি হচ্ছে 
Wednesday September 5, 2018 , 7:49 pm
Print this E-mail this

শিগগিরই এ ১৩টি স্কুলের সরকারিকরণের আদেশ (জিও) জারি হতে পারে

এবার বরিশালের আরও ১৩টি হাই স্কুল সরকারি হচ্ছে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এবার বরিশালের আরও ১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হচ্ছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তি পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্কুলগুলোর সরকারিকরণের ব্যাপারে তার নীতিগত সিদ্ধান্ত জানান। শিগগিরই এ ১৩টি স্কুলের সরকারিকরণের আদেশ (জিও) জারি হতে পারে। সরকারি হতে যাওয়া স্কুলগুলো হলো-বরগুনা জেলার তালতলী উপজেলার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী উপজেলার কলাপাড়ার খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, দশমিনা উপজেলার দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাউফল উপজেলার বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা উপজেলার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভোলা জেলার মনপুরা উপজেলার হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও চরফ্যাশন উপজেলার চরফ্যাশন টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল জেলার গৌরনদী উপজেলার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী উপজেলার মুলাদী মাহমুদজানা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উজিরপুর উপজেলার ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়, দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাই স্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩৬৩টি হাই স্কুল জাতীয়করণের ব্যাপারে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার