মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এফসিডিসিতে গরীব-দু:স্থদের কোরবানির পশুর মাংস বিতরণ করেছে চিত্রনায়িকা পরীমনি। সোমবার নিজ হাতে তিনি মাংস বিতরণ করেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এবার চারটি গরু কোরবানি করেছেন পরীমনি। কমলাপুর পশুর হাট থেকে এ গরুগুলো পছন্দ করে কেনেন তিনি। ঈদের আগের রাতে নানাকে নিয়ে রাজধানীর কমলাপুর গরুর হাটে যান ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা। সেখান থেকেই চারটি গরু কেনেন তিনি। এফসিডিসিতে কোরবানির পর গরুর মাংসগুলো অসচ্ছল শিল্পী ও দু:স্থদের মাঝে বিতরণ করেন পরীমনি। প্রসঙ্গত, ২০১৬ সালে এফডিসিতে কোরবানি শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি পরের পর দুইটি এবং পরের বছর তিনটি গরু কোরবানি দেন তিনি। এরই ধারাবাহিকতা এবার এফডিসিতে চারটি গরু কোরবানি দিলেন পরীমনি।