Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৫, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়ায় এতিম মুক্তিযোদ্ধা সন্তানের প্রতি সৎ মায়ের অবিচার 
Saturday February 17, 2018 , 6:51 pm
Print this E-mail this

তারামিনা বেগম স্বামীর মুক্তিযোদ্ধা সন্মানীর ভাতা থেকে বঞ্চিত করে সব একাই ভোগ করছে

বানারীপাড়ায় এতিম মুক্তিযোদ্ধা সন্তানের প্রতি সৎ মায়ের অবিচার


বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃতঃ বীর মুক্তিযোদ্ধা (লাল বই নং ০৬০১০৮০০৪৭ গেজেট ক্রমিক নং ২৬১৫) আব্দুল মান্নান মিয়ার তৃতীয় পক্ষের স্ত্রী তারামিনা বেগম সৎ সন্তানের প্রতি অবিচারের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, তারামিনা বেগম স্বামীর মুক্তিযোদ্ধা সন্মানীর ভাতা থেকে বঞ্চিত করে সব একাই ভোগ করছে। এ মর্মে বিগত ১৯/০৪/২০১৭ ইং তারিখ বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে তাদের বাবার সন্মানীভাতা বন্টন প্রসঙ্গে আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতে ২৪/১২/২০১৭ ইং তারিখে ৩০০ টাকার ষ্ট্যাম্পে উভয় পক্ষের সন্মতিক্রমে একটি লিখিত অঙ্গীকার নামা করা হয়। অঙ্গীকার নামায় সকল ওয়ারিশদের মধ্যে (সন্মানীভাতা বন্টন নীতিমালা ২০১৩ এর ৫.১ অনুচ্ছেদ  অনুসরণ করে) বন্টন করা  হয়। যথাক্রমে—স্ত্রী ৩৩.৩৫ চারপুত্রের প্রত্যেকে ৮.৩৩ এক মেয়ে ৩৩.৩৩ অংশ করে পাবে। কিন্তু তারামিনা বেগম অঙ্গিকার নামা ভঙ্গ করে সকলের অজ্ঞাতে টাকা উত্তোলন করে নিজেই ভোগ করে। এখানে উল্লেখ্য যে, স্বামীর মৃত্যুর পরই তারামিনা বেগম বাবার বাড়ীতে চলে যায় এবং সেখানেই বসবাস করে। এ সংসারে আব্দুল মান্নান মিয়ার ঔরাসজাত কোনও সন্তান নেই।

মোঃ আনিছুর রহমান মিলন, অতিথি প্রতিবেদক




Archives
Image
শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Image
অপহরণের আট দিন পর চবির পাঁচ শিক্ষার্থী মুক্ত
Image
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
Image
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Image
মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র করতে বিক্ষোভ, উত্তপ্ত নগরী