|
সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক শ্রেনীর অসৎ ব্যক্তিদের ছত্রছায়ায় এখনো চলছে ইলিশ নিধন
একের ভিতর দুই, বানারীপাড়া বন্ধ হয়নি ইলিশ নিধন
মোঃ আনিছুর রহমান মিলন : একদিকে চলছে অভিযান, অন্যদিকে চলছে ইলিশ নিধন। ইলিশ প্রজন্মের মৌসুম হিসেবে গত ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ শিকার বন্ধ ঘোষনা করা হয়েছে। এই সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক শ্রেনীর অসৎ ব্যক্তিদের ছত্রছায়ায় এখনো চলছে ইলিশ নিধন। বানারীপাড়া সন্ধ্যা নদীতে দেখা গেছে এক ভয়াবহ চিত্র। নদীতে জাল ফেলে পাশে অবস্থান করে জেলেরা এবং তাদের মদদ দাতারা অন্য দিকে প্রশাসনের লোক নদীতে অভিযান চালায়, কিন্তু তাদের চোখে পড়ে না সেই জাল। এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মোঃ খলিলুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান, আমাদের অভিযান নিরবিচ্ছিন্ন ভাবে অব্যাহত রয়েছে। আমাদের চোখ ফাঁকি দিয়ে কেউ নদীতে জাল ফেলতে পারে না। কিন্তু নদীতে দেখা গেছে ভিন্ন চিত্র। অন্যদিকে মৎস্য অফিসার মোঃ জামাল হোসেনের সাথে যোগাযোগ করতে গিয়ে তাকে অফিসে পাওয়া যায়নি, অফিস থেকে জানায়, তিনি অভিযানে আছেন। তারপর তাকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি। বানারীপাড়া সন্ধ্যা নদীর মীরের হাট, চিরাপাড়া, কালির বাজার, গোয়াইবাড়ী, জিরাকাঠী, নলেশ্রী জম্বদীপ ও কাজলাহার এলাকায় ইলিশ নিধন চলে মহাসমারোহে। সরকার এই ইলিশ প্রজন্মের সময় জেলেদেরকে ভিজিডি কার্ড দিয়েছে যাতে এ কয়দিনে তাদের সাংসারিক অস্বচ্ছলতা না থাকে। কিন্তু বিধিবাম, চোরে শোনে না ধর্মের কাহিনী।
Post Views:
০
|
|