|
প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ
এই জোট সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে-বানারীপাড়ায় জাসদ নেতৃবৃন্দ
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়ায় জাসদের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচের পৃষ্ঠপোষকতায় স্মরণ কালের সবচেয়ে বড় জনসভা অনুষ্ঠিত হয়। এসময় বানারীপাড়া বন্দর জাসদ জাসদ স্লোগানে মুখরিত করে তোলে জাসদের নেতা কর্মিরা। এসময় তারা এ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ’কে ১৪ দলের প্রার্থী হিসেবে বরিশাল ২ আসনে প্রার্থী হিসেবে দাবী জানায়। গত সোমবার বিকেলে বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে ওই জনসভায় জাসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ। এসময় বক্তারা বানারীপাড়া ও উজিরপুর আসন জাসদের পুরোনো ঘাঁটি হিসেবে উল্লেখ করে স্মরণ করেন প্রয়াত ৯ নং সেক্টর কমান্ডার মেজর জলিল’কে তারা আরো বলেন ১৪ দলের কাছে বানারিপাড়া ও উজিরপুর আসন বাংলাদেশ জাসদ দাবী করবে বলে উল্লেখ করেন। উপজেলা জাসদের সভাপতি শ্যামল চন্দ্র মিত্রের সভাপতিত্বে বক্তৃতা করেন জাসদের স্থায়ী কমিটির সদস্য সাবেক ডাকসু জিএস ডা. মুস্তাক হোসেন, কেন্দ্রীয় সহ সভাপতিশহীদুল ইসলাম মিরন, যুগ্ম সম্পাদক করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু ও আবুল কালাম আজাদ বাদল, জাতীয় কৃষক লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, বরিশাল জেলা জাসদের সম্পাদক সানাউল হক সানা, বরিশাল মহানগর সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, পিরোজপুর জেলা সম্পাদক চন্দ্র শেখর হালদারবানারীপাড়া উপজেলা সাধারন সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক বিধান কবিরাজ, প্রচার সম্পাদক জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম সম্পাদক সমিরন ঘরামী, জাসদ নেতা হাবিবুর রহমান, জাসদ নেতা মোঃ জিলন, যুবজোট সভাপতি মিরাজ মাহমুদ, জাসদ ছাত্রলীগ সভাপতি মোঃ কাওসার মাহমুদ সহ প্রমুখ। বক্তাগন বর্তমান জোট সরকারকে আবারো ক্ষমতায় এনে এ দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখাতে জনগনের প্রতি আহবান জানান।
Post Views:
৮৪১
|
|