Current Bangladesh Time
বৃহস্পতিবার ডিসেম্বর ১২, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উপদেষ্টা হওয়ার লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদের বিরোধিতা করিনি : ফারুকী 
Monday November 11, 2024 , 6:10 pm
Print this E-mail this

যত দিন দায়িত্বে থাকব, কিছু কাজ করে যেতে চাই, যে টিম পেয়েছি, তা দুর্দান্ত

উপদেষ্টা হওয়ার লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদের বিরোধিতা করিনি : ফারুকী


মুক্তখবর বিনোদন ডেস্ক : উপদেষ্টা হওয়ার মতো কোনো লক্ষ্য থেকে ফ্যাসিবাদের বিরোধিতা করেননি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিসও করেছেন তিনি। কেমন কাটল প্রথম দিনের সরকারি দায়িত্ব? গণঅভ্যুত্থানে পাওয়া দেশ নিয়ে তার পরিকল্পনা কি? সাংবাদিকদের তরফে এমন সব প্রশ্নের বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গতকাল (রোববার) পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে ‘না’তে ছিলাম। পরে এসে হ্যাঁ বললাম। কারণ, আমি দেশের জন্য কিছু করতে চাই। সবচেয়ে বড় কথা হলো, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে চাই। ব্যক্তিগত কাজের সূত্রে আগে থেকেই ড. ইউনূসের কাজের ধরনের সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানান ফারুকী। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান সফল না হলে আজ হয়তো আমি জেলে থাকতাম। তবে, উপদেষ্টা হওয়ার মতো কোনো লক্ষ্য থেকে ফ্যাসিবাদের বিরোধিতা করিনি। আমি শিল্পী, যখন যেটা খারাপ মনে হয় বলে যাব। শিল্পীর কোনো দল নেই।’ বিগত দিনে নিজের বেশ কয়েকটি লেখার কথা উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘কিছু লেখার কারণে কেউ কেউ আমাকে কখনো জামায়াত-শিবির বানিয়েছে। কখনো অন্য দল। কিন্তু অনেকে ভাবেনি, একটা লোককে কোনো দল নিজেদের ভাবছে না কেন? কারণ, আমি কোনো দলেরই না।’ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ওপর আসা চাপের দু-একটি উদাহরণও দেন ফারুকী। বলেন, ‘একটি লেখার জন্য আমার সব ট্যাক্সের ফাইল ধরে তদন্ত শুরু হয়েছিল। তিশা ও আমাকে তদন্তের মুখোমুখি করা হয়েছিল।’ তিনি বলেন, যত দিন দায়িত্বে থাকব, কিছু কাজ করে যেতে চাই। আর যদি না পারি, তাহলে যখন চলে যাব, তখন বলব যে আমি ব্যর্থ। আমি যে টিম পেয়েছি, তা দুর্দান্ত। সবার সহযোগিতায় ভালো কিছুর প্রত্যাশাই করছেন তিনি।




Archives
Image
‘আ.লীগ ফিরবে’ মন্তব্য করার অভিযোগ, ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ
Image
শহীদ সাগরের বাবার ওপর বরিশালের আগৈলঝাড়ায় হামলা
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন