Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উত্তরপত্রসহ পার্সেল ব্যাগ হারানোয় বরিশালে তদন্ত কমিটি 
Wednesday January 3, 2018 , 3:58 pm
Print this E-mail this

১৪ ডিসেম্বর ওই পার্সেল ব্যাগটি হারিয়ে গেলেও বিষয়টি এতদিন গোপন রাখে স্থানীয় কর্তৃপক্ষ

উত্তরপত্রসহ পার্সেল ব্যাগ হারানোয় বরিশালে তদন্ত কমিটি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার দৌলতখান থেকে বরিশাল হয়ে ঢাকা পাঠানোর পথে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্নাতক পরীক্ষার (পাশসহ সমমান) উত্তরপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র বোঝাই একটি পার্সেল ব্যাগ হারিয়ে গেছে। গত ১৪ ডিসেম্বর ওই পার্সেল ব্যাগটি হারিয়ে গেলেও বিষয়টি এতদিন গোপন রাখে স্থানীয় কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে তদন্তের নির্দেশ দিয়েছেন খুলনা বিভাগীয় ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আব্দুল আলীম। তার নির্দেশে খুলনা অফিসের দুইজন কর্মকর্তা বুধবার এ বিষয়ে তদন্ত করতে বরিশাল পোস্ট অফিসের আরএমএস শাখায় এসেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান খুলনা পোস্ট অফিসের আরএমএস শাখার ই-বিভাগের সুপারিনটেনডেন্ট আবু সাঈদ মৃধা। বরিশাল পোস্ট অফিসের আরএমএস শাখার ই-পঞ্চম উপ-বিভাগের পরিদর্শক মো. খসরু মিয়া জানান, গত ১৪ ডিসেম্বর ভোলা জেলার বিভিন্ন পোস্ট অফিস থেকে ২০টি পার্সেল ব্যাগ লঞ্চযোগে বরিশাল অফিসে আসে। ওইদিন সংশ্লিষ্টরা পার্সেল ব্যাগগুলো গ্রহণ করে এবং পরবর্তী গন্তব্যে পাঠিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে ভোলার দৌলতখান উপজেলা থেকে আসা একটি পার্সেল ব্যাগের কোন হদিস পাওয়া যায়নি। ওই ব্যাগে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্নাতক (পাশ) পরীক্ষার উত্তরপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। গুরুত্বপূর্ণ ব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তারা এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন। এদিকে গুরুত্বপূর্ণ পার্সেল ব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়টি অবগত হয়ে খুলনার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) আব্দুল হালিম তার অফিসের দুই কর্মকর্তাকে এ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে খুলনা পোস্ট অফিসের আরএমএস শাখার ই-বিভাগের সুপারিনটেনডেন্ট আবু সাঈদ মৃধা এবং পরিদর্শক আবুল কালাম আছাদ বুধবার সকালে বরিশাল অফিসে এসে এ বিষয়ে সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করেন। তদন্ত শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তদন্ত দলের প্রধান সুপারিনটেনডেন্ট আবু সাঈদ মৃধা। এ ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও পৃথক তদন্ত করে উর্ধ্বতন কর্তপক্ষের কাছে প্রতিবেদন দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।




Archives
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের