২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১৪ টি গবাদি পশু বিতরণ করেন-এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস
উজিরপুরে দুঃস্থদের মাঝে গবাদি পশু বিতরণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উজিরপুরে দুঃস্থদের মাঝে সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস ব্যাক্তিগত তহবিল থেকে গবাদি পশু বিতরণ করেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুদান বিতরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পঃপঃ কর্মকর্তা একে.এম শামছউদ্দিন, ওসি শিশির কুমার পাল, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ইউনুস আলী, মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেনসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী। এসময় ২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১৪ টি গবাদি পশু বিতরণ করেন তিনি।