|
রিনা বেগম শ্বাসরোধে মৃত্যুবরণ করেছেন বলে ধারনা করছে চিকিৎসকরা
উজিরপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, আটক-৩
বরিশালের উজিরপুরে রিনা বেগম (২৫) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত রিনা বেগম (২৫) উজিরপুর উপজেলা সদরের দক্ষিন মাদারসি এলাকার শিপন হাওলাদারের স্ত্রী। দেড়বছর পূর্বে শিপনের সাথে গৌরনদী উপজেলার বাটাজোর বাসুদেবপাড়ার আক্কেল আলী সর্দারের মেয়ে রিনার বিয়ে হয়। রোববার দিবাগত মধ্যরাতে মৃত অবস্থায় রিণা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শিপন হাওলাদার। ওইসময় হাসপাতালের চিকিৎসক ডাঃ তানভীর রিনা বেগমের মৃত্যু নিশ্চিত করেন এবং মৃত্যু নিয়ে তার সন্দেহ হলে থানা পুলিশকে অবহিত করেন। স্থানীয় ও থানা পুলিশ সূ্ত্রে জানাগেছে, ওয়াজ মাহফিল থেকে
রোববার মধ্যরাতে শিপন বাড়িতে যায়। শিপনের মুঠোফোনে একটি কল আসাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেসময় শ্বাসরোধ করে রিনাকে
হত্যা করা হয়ে থাকতে পারে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, চিকিৎসকের সন্দেহ হওয়ার পরপরই আমরা মৃতদেহ উদ্ধার
করে সূরতহাল প্রতিবেদন তৈরি করেছি। আজ সোমবার বরিশাল শেবাচিম হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করার জন্য প্রেরণ করা হচ্ছে। তিনি বলেন, মৃত্যুর
ঘটনায় যেহেতু চিকিৎসকের সন্দেহ রয়েছে, তাই জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামী শিপন হাওলাদার শ্বশুড় ইসমাইল হাওলাদার ও শ্বাশুড়ি সুফিয়া বেগমকে আটক
করা হয়েছে। এদিকে রিনা বেগম শ্বাসরোধে মৃত্যুবরণ করেছেন বলে ধারনা করছে চিকিৎসকরা।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
১,০৩৩
|
|