Current Bangladesh Time
রবিবার জানুয়ারি ১৯, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে বরিশালে ব্যাপক তৎপরতা 
Saturday September 23, 2017 , 7:40 pm
Print this E-mail this

আগামী ১ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে বরিশালে ব্যাপক তৎপরতা


স্টাফ রিপোর্টার : ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের অবাধ প্রজনন অব্যাহত রাখার লক্ষ্যে সারাদেশে ইলিশ আহরন,পরিবহন, মজুদ,বাজারজাত করণ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ অধিশাখার ঘোষণানুযায়ী মৎস্য সংরক্ষণ আইনের এই নিয়ম কেউ ভঙ্গ করলে তাকে কমপক্ষে এক থেকে দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত করা হইবে।এবছর এ ঘোষণা আসার পর থেকেই ব্যাপক তৎপরতা শুরু করেছে বরিশাল জেলা মৎস্য দপ্তর।জনসচেতনতা তৈরী করতে ইতোমধ্যে লিফলেট বিতরণ,পোস্টারিং,মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে।জেলা মৎস্য দপ্তরের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন,আগে প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ মাছ ধরা বন্ধ রাখা হলেও গত বছর থেকে এই সময় সাতদিন বাড়িয়ে ২২ দিন করা হয়েছে।তাই গত কয়েক বছরের চেয়ে এবছর ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।নানান প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরীর চেস্টা চলছে।তাছাড়া ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ রক্ষায় সাড়াশি অভিযান চালানো হবে।জেলা ও উপজেলা মৎস্য দপ্তর, নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ, থানা পুলিশ, এপিবিএনসহ অসংখ্য টিম সার্বক্ষণিক নজরদারী করবে।কোথাও কেউ আইন ভঙ্গ করলেই সাথে সাথে তাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের
Image
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Image
ফ্যাসিস্টের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে : সেলিমা রহমান
Image
ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে : জামায়াত আমির
Image
সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে : আব্দুল আউয়াল মিন্টু