চারপাশে থাকা মানুষগুলোর ভালবাসা আমাকে শক্তি জোগাচ্ছে – ইরফান
ইরফান নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শারীরিক অসুস্থতা নিয়ে যাবতীয় জল্পনা থামিয়ে অভিনেতা ইরফান খান নিজেই জানালেন,‘আমার নিউরোএন্ডোক্রিন টিউমার ধরা পড়েছে। চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন তিনি’। কিছু দিন আগে আচমকাই টুইট করেছিলেন ইরফান, ভাল নেই। কোনও এক বিরল রোগে আক্রান্ত তিনি। অনুরোধ করেছিলেন, এ নিয়ে যেন গুজব না ছড়ায়। যদিও তাতে উল্টোটাই হয়েছিল। ইরফানের অসুস্থতা নিয়ে শুরু হয়ে যায় নানাবিধ জল্পনা। শেষে আজ ফের টুইট। ইরফান লিখেছেন, ‘অপ্রত্যাশিত কিছু ঘটনা আমাদের আরও পরিণত করে তোলে, ঠিক যেমনটা গত ক’দিন ধরে আমার সঙ্গে ঘটছে। জানতে পেরেছি আমার ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’ হয়েছে। সত্যিই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আমার চারপাশে থাকা মানুষগুলোর ভালবাসা আমাকে শক্তি জোগাচ্ছে। নিজের মনের জোরও রাখছি। চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছি। সবাইকে অনুরোধ, পাশে থাকুন।’