একুশে টেলিভিশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী
ইটিভির সাংবাদিক মামুনুর রশীদ আর নেই
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হৃদরোগে আক্রান্ত হয়ে একুশে টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক মামুনুর রশীদ মৃত্যুবরণ করেছেন। সোমবার মধ্যরাতের দিকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মামুনুর রশীদ একুশে টিভির হয়ে দীর্ঘদীন প্রধানমন্ত্রী বিটে কাজ করেছেন। মামুনুর রশীদের এই অকাল প্রয়াণে শোক জানিয়েছেন একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, প্রধান বার্তা সম্পাদক জাহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা। মামুনুর রশীদের মৃত্যুতে একুশে টেলিভিশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকেগভীর শ্রদ্ধাঞ্জলী।