মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা ব্র্যান্ডিং লোগো নির্বাচন প্রতিযোগিতায় বরিশালের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক-এর পরিচালক ইঞ্জিনিয়ার জিহাদ রানা’র তৈরী লোগোটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। কমিটির সভায় জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানসহ সম্মানিত সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক, নারী প্রতিনিধি ও অন্যান্য সুধীজন সমন্বয়ে ১১ সদস্যের মূল্যায়ন কমিটি এ লোগো চুড়ান্ত করে। চারটি বড় পর্দায় ৩টি পোস্টের বিপরীতে প্রাপ্ত ৯০টি প্রস্তাবিত লোগো প্রদর্শন করা হয়। ওই ৯০টি লোগোর মধ্য দিয়ে যাচাই-বাছাই শেষে জিহাদ রানা’র লোগোটি ১ম স্থান অধিকার করে। জিহাদ রানাকে বরিশাল মুক্তখবর পরিবার-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।