Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইজতেমা ময়দানে সংঘর্ষে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার 
Friday December 20, 2024 , 12:37 pm
Print this E-mail this

টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান দখল নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ

ইজতেমা ময়দানে সংঘর্ষে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান দখল নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাবলিগ জামাতের সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের অনুসারীদের মামলায় উত্তরার নিজ বাসা থেকে আমাদের সাথী মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আমরা মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা নেয়নি। তারা আমাদের ওপর একটি বড় চক্রান্ত করছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করা নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। অনেকে আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়। ওই মামলায় মুয়াজ বিন নূরকে পুলিশ গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরেই মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছে।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা