Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আ.লীগ কোনো রাজনৈতিক দল না, গণহত্যাকারী সিন্ডিকেট : জামায়াত আমির 
Tuesday January 21, 2025 , 6:41 pm
Print this E-mail this

রাজনীতির নাম যদি জনকল্যাণ হয়, তাহলে জনগণ যাকে খুশি তাকে পছন্দ করবে

আ.লীগ কোনো রাজনৈতিক দল না, গণহত্যাকারী সিন্ডিকেট : জামায়াত আমির


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে গণহত্যার বিচারের সাজা খাটতে হবে। তারা প্রমাণ করেছেন তারা কোনো রাজনৈতিক দল না, তারা গণহত্যাকারী সিন্ডিকেট। মঙ্গলবার (জানুয়ারি ২১) বিকেলে বরিশাল নগরীর বান্দ রোডে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, ‘আওয়ামী দিশেহারা হয়ে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত আমাদের নিষিদ্ধ করেছে। আল্লাহ তাদের মানুষের মনে নিষিদ্ধ করেছেন। রাজনীতির নামে যদি গণহত্যা হয়, তাহলে সে দল বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয়, তাহলে জনগণ যাকে খুশি তাকে পছন্দ করবে।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে, খুন করেছে। কিন্তু আপনারা (আওয়ামী লীগ) প্রকাশ্য দিবালোকে খুন করেছেন, যা বিশ্ববাসী সাক্ষী আছেন। আপনারা খুন করতে করতে এমনও করেছেন, লাশ গুম করতে ট্রাকের ওপর একটার পর একটা ছুড়ে মেরেছেন। পরে আবার প্রতিটি লাশের ওপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।’ কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার প্রমুখ।




Archives
Image
বরিশাল শেবামেকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে সুনসান নীরবতা
Image
আ. লীগের নৈরাজ্য-হরতালের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Image
শিক্ষার্থীদের ৬ ঘণ্টার আল্টিমেটাম, প্রো-ভিসিসহ ৩ জনকে দায়ী উপাচার্যের
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ