Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৫:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আসিফের সঙ্গে দেখা করলেন হাসনাত-সারজিস 
Monday October 28, 2024 , 9:19 pm
Print this E-mail this

এবার দুই ছাত্রনেতাকে প্রশংসায় ভাসালেন গায়ক আসিফ

আসিফের সঙ্গে দেখা করলেন হাসনাত-সারজিস


মুক্তখবর বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে তাদের দৃপ্তকণ্ঠ আন্দোলনকারীদের সাহস জুগিয়েছে। এবার দুই ছাত্রনেতাকে প্রশংসায় ভাসালেন গায়ক আসিফ আকবর। সম্প্রতি আসিফের সঙ্গে দেখা হয়েছে হাসনাত ও সারজিসের। তাদের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে আসিফ লিখেছেন, ‘জেনজি’র পক্ষ থেকে জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন‍্যবাদ জানাতে। তাদের সাথে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সঙ্গীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেস্ট জ্ঞানী এবং স্মার্ট।’ এরপর হাসনাতকে সোজাসাপ্টা ও সারজিসকে মৃদূভাষী সম্বোধন করে আসিফ বলেন, ‘বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, সারজিস আলম মৃদুভাষী। আমিও তাদেরকে আমাদের Z-Force এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি।’ সবশেষ আসিফ বলেন, ‘৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল দূঃসহ অবস্থা থেকে। ছাত্র জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনীতন্ত্র থেকে মুক্তি। Z-Force এর নভেম্বর বিপ্লব আর Gen-Z এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।’ প্রসঙ্গত, জুলাইয়ে ছাত্র আন্দোলনে সরব ছিলেন আসিফ আকবর। নিজের সন্তানকে নিয়েও রাজপথে নেমেছিলেন তিনি। সেই ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার