২ অক্টোবর সোমবার হতে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে
আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং পবিত্র আশুরা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছুটি
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং পবিত্র আশুরা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজ ২৪ সেপ্টেম্বর থেকে ছুটি ঘোষনা করা হয়েছে।দূর্গাপূজা উপলক্ষে একাডেমিক ক্লাশ কার্যক্রমের ছুটি ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রশাসনিক অফিস কার্যক্রমের ছুটি ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।এছাড়াও পবিত্র আশুরা উপলক্ষে আগামী ১ অক্টোবর রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে বন্ধ থাকবে।২ অক্টোবর সোমবার হতে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।বিশ্ববিদ্যালয় ছুটি থাকাকালীন সময়ে ডেসপ্যাচ শাখা ও সিকিউরিটিসহ অন্যান্য জরুরী সেবাসমূহ বলবৎ থাকবে।এদিকে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক হিন্দু ধর্মাম্বলীদের শুভেচ্ছা জানান।এ উপলক্ষে তিনি বলেন,‘সার্বজনীন দূর্গোৎসব আপনাদের জীবনে বয়ে আনুক আনন্দ,সফলতা ও সর্বময় কল্যান এ প্রত্যাশা আমার’।