প্রচ্ছদ » স্লাইডার নিউজ » আল-আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও বরিশাল শাখার ম্যানেজার’র বিরুদ্ধে মামলা
Monday August 20, 2018 , 7:02 pm
২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, নগরীর পদ্মবতী রোডের মানিক হোসেন মামলাটি দায়ের করেন
আল-আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও বরিশাল শাখার ম্যানেজার’র বিরুদ্ধে মামলা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মুদারাবা ডাবল বেনিফিট স্কীমের ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আল-আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান ও বরিশাল শাখার ম্যানেজার সৈয়দ মনিরুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ আগস্ট) বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে নগরীর পদ্মবতী রোডের বাসিন্দা মানিক হোসেন মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মারুফ আহমেদ পরবর্তী আদেশের জন্য মামলাটি রেখে দেন। আদালতের বরাত দিয়ে বেঞ্চ-সহকারী সাখাওয়াত হোসেন জানান, মুদারাবা ডাবল বেনিফিট স্কীমে ৬ বছর মেয়াদে ২০১১ সালের ১৮ অক্টোবর ১ কোটি টাকা জমা রাখেন। ৬ বছর পরে ২০১৭ সালের ১৮ অক্টোবর ১৩.৫০% শতকরা হারে ২ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৩৯৫ টাকা হয়। এই টাকা থেকে সরকারি ট্যাক্স, এক্সাইজ দিতে হয় ১১ লাখ ৮৩ হাজার ৮৪০ টাকা। মোট টাকা ২ কোটি ২ লাখ ৩৪ হাজার ৫৫৫ টাকা। প্রাপ্ত এই টাকা থেকে পে-অর্ডারের মাধ্যমে গত ২০১৭ সালের ২১ নভেম্বর বাদীকে ১ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকা ব্যাংক কর্তৃপক্ষ প্রদান করে। বাকী ২৫ লাখ ৬৬ হাজার ৪৯৫ টাকা পরিশোধ না করে বাদী ঘুরাতে থাকে। পরে ওই বছর ৩০ নভেম্বর আসামীদের বরাবরে আইনী নোটিশ প্রেরণ করে। আসামীরা একই বছর ১১ ডিসেম্বর বাদীর প্রাপ্ত টাকার কথা অস্বীকার করে। ফলে সোমবার আসামীদের বিচার চেয়ে মামলাটি দায়ের করেন।